নাসার প্রথম নারী প্রকৌশলী মেরি ডব্লিউ জ্যাকসনকে জানেন?

নাসার প্রথম নারী প্রকৌশলী মেরি ডব্লিউ জ্যাকসনকে জানেন?

 মেরি ডব্লিউ জ্যাকসনকে হয়তো অনেকেই চিনেনা।কিন্ত এই মানুষটিই নাসায় শ্রম ব্যয় করা প্রথম নারী প্রকৌশলী। 

উপরের ছবিটি ১৯৭৪সালের ফেব্রুয়ারী মাসের,মেরি উইনস্টন জ্যাকসনকে(ডান দিক থেকে সামনের দ্বিতীয় জন)ভার্জিনিয়ার ল্যাংলি রিসার্চ সেন্টারের উচ্চ গতির বিমান বিভাগে তার সহকর্মীদের সাথে দেখা যাচ্ছে ।জ্যাকসন তাত্ত্বিক পারফরম্যান্স গ্রুপ, হাই-স্পিড এয়ারক্রাফ্ট বিভাগে, অফিসের ডিরেক্টর অফ অ্যারোনটিক্স হিসেবে কাজ করেছেন।

শুক্রবার,২৬ ফেব্রুয়ারি ২০২১ নাসার  প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা প্রকৌশলী জ্যাকসনের নামে ওয়াশিংটন ডিসির নাসা সদর দফতরের নামটি সরকারীভাবে নামকরণ করা হয়েছে ।
 ভার্জিনিয়ার হ্যাম্পটনের নাসার ল্যাংলি রিসার্চ সেন্টারের বিচ্ছিন্ন ওয়েস্ট এরিয়া কম্পিউটিং ইউনিটে জ্যাকসন তার নাসা ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি একাধারে একজন গণিতবিদ এবং একজন মহাকাশ প্রকৌশলী ছিলেন।
তিনি নাসার বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, এবং গণিতের ক্যারিয়ারে মহিলাদের নিয়োগ এবং প্রচারের ক্ষেত্রে প্রভাবিতকারী কর্মসূচির নেতৃত্ব দেয় এবং ২০১৯সালে মরণোত্তর  কংগ্রেসনাল স্বর্ণপদক পেয়েছেন।

                                                         সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নামঃমেরি উইনস্টন জ্যাকসন।
 জন্ম ঃ৯ই এপ্রিল ১৯২১, হ্যাম্পটন, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
পিতা-মাতা: এলা স্কট উইনস্টন, ফ্র্যাঙ্ক উইনস্টন
শিক্ষা: হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় (১৯৪২), ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ফেনিক্স উচ্চ বিদ্যালয়।
পেশাজীবনঃ দীর্ঘ সময় নাসায় কর্মরত ছিলেন ।
নাসায় কর্মকালঃ১৯৫৩থেকে ১৯৮৫ সাল পযন্ত।
 সন্তানঃক্যারলিন মেরি লুইস এবং লেভি জ্যাকসন জুনিয়র।
পুরষ্কার: কংগ্রেসনাল স্বর্ণপদক।
মৃত্যুবরণ: ১১ই ফেব্রুয়ারি ২০০৫, হ্যাম্পটন, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।


অ্যান্ডোরা ইউরোপের একটি ছোট ও সমৃদ্ধ দেশ

অ্যান্ডোরা ইউরোপের একটি ছোট ও সমৃদ্ধ দেশ

 ক্ষুদ্র কিন্ত সার্বভৌম দেশ আন্ডোরা।এটি দক্ষিণ-পশ্চিম ইউরোপের ফ্রান্স এবং স্পেনের মধ্যবর্তী পূর্ব পাইরেণীস পর্বতমালায় অবস্থিত।

লা মাসানা প্যারিশ অ্যান্ডোরার পর্বতমালার দৃশ্য
 লা মাসানা প্যারিশ অ্যান্ডোরার পর্বতমালার দৃশ্য

দেশটির আয়তন ৪৬৮ বর্গকিলোমিটার,যা লিচেনস্টেইন এর ৩ গুন এবং ওয়াশিংটন ডিসির ২.৫ গুন বড়।এটি বিশ্বের একাধিক দেশের সীমান্তবর্তী সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে অন্যতম।অ্যান্ডোরার জনসংখ্যা হল ৭১,৭০০জন (২০১৫)।দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর আন্ডোরা লা ভেলা।কথ্য ভাষা হল কাতালান (অফিসিয়াল)
, স্পেনীয় এবং ফরাসী।

দীর্ঘ বিচ্ছিন্ন,দরিদ্র ও পাহাড়ী আন্ডোরা তার পর্যটন শিল্পের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যথেষ্ট সমৃদ্ধি অর্জন করেছে। অনেক অভিবাসী (বৈধ এবং অবৈধ) স্বল্প আয়করের কারণে সমৃদ্ধ অর্থনীতির দেশটির প্রতি আকৃষ্ট হন।

১৯৯৩ অবধি অ্যান্ডোরার আইনসভা, নির্বাহী এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে সুস্পষ্ট পাথক্য ছিল না। ১৯৯৩ সালের ৪ মে সংবিধান সংসদীয় প্রতিনিধি গণতন্ত্রের কাঠামোয় অ্যান্ডোরার রাজনীতি প্রতিষ্ঠা হয়েছিল। দেশের প্রধান হলেন প্রধানমন্ত্রী যিনি অ্যান্ডোরার জেনারেল কাউন্সিলের নেতা। ঐতিহ্যগতভাবে রাষ্ট্রপ্রধান হলেন দুজন সহ-রাজকুমার, ফ্রান্সের রাষ্ট্রপতি এবং বিশপ অফ আর্জেল (কাতালোনিয়া, স্পেন)।

গভর্নর ডি'অ্যান্ডোরা, আন্ডোরা সরকারঃPrincipaute d' Andorra

আন্ডোরার সাধারণ পরিষদ, আন্ডোরার সংসদঃConsell General Principat d'Andorra

অ্যান্ডোরা পরিসংখ্যান (কাতালান):Servei d'Estudis i estadística

মানচিত্রঃ

অ্যান্ডোরার মানচিত্রঃ Maps of Andorra

অ্যান্ডোরার রাজনৈতিক মানচিত্রঃ Map of Andorra

সংবাদ মাধ্যমঃ

আন্ডোরার অফিশিয়াল বুলেটিন (কাতালান): BOPA / Journal officiel de la Principauté

কাতালান নিউজ পেপার (স্পেনীয় এবং কাতালান ভাষায়): El Periodico

শিল্প ও সংস্কৃতি:

আন্ডোরার অফিশিয়াল কালচার পোর্টাল (কাতালান): cultura.ad

আন্ডোরার জাতীয় গ্রন্থাগারঃ Biblioteca nacional

সমস্ত আন্দোরার উৎসব এবং রীতিনীতিগুলি মূলত ক্যাথলিক ধর্মীয় উদযাপন এবং পৃথিবীর প্রাকৃতিক চক্রের সাথে সম্পর্কিত ছিলঃ Festivals and Traditions

অন্দোরার সাধারণ কাউন্সিলের (আন্দোরান সংসদ) আসন কাসা দে লা ভ্যাল
অন্দোরার সাধারণ কাউন্সিলের (আন্দোরান সংসদ) আসন কাসা দে লা ভ্যাল

ব্যবসায় ও অর্থনীতি:

ব্যাংকিং খাত এবং স্বল্প করের কারণে অ্যান্ডোরা একটি ধনী আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। দেশটি তার অর্থনীতিকে আধুনিকীকরণের প্রয়াসের অংশ হিসাবে বৈদেশিক বিনিয়োগের পথ খুলেছে, এবং বিস্তৃত অবকাঠামোকে সমর্থন করার লক্ষ্যে করের উদ্যোগকে এগিয়ে নেওয়ার মতো অন্যান্য সংস্কারে নিযুক্ত হয়েছে। যদিও অ্যান্ডোরা ইইউর সদস্য নয় তবু অ্যান্ডোরা সংস্থাটির সাথে একটি বিশেষ সম্পর্ক উপভোগ করছে এবং ইউরোকে তার জাতীয় মুদ্রা হিসাবে ব্যবহার করে।

অ্যান্ডোররান চেম্বার অফ কমার্স, শিল্প ও পরিষেবাদিঃ Cambra de Comerç Indústria i Serveis

ব্যাংক:

Andbank: ১৯৩০ সালে প্রতিষ্ঠিত অ্যান্ডোরার প্রাচীনতম বেসরকারী ব্যাংক অ্যান্ডব্যাঙ্কের বেশ কয়েকটি ইউরোপীয় এবং আমেরিকান রাজ্যের সহায়ক সংস্থা রয়েছে।

Banca Privada d'Andorra: অ্যান্ডোররান মূলধন ব্যাংক 1957 সালে প্রতিষ্ঠিত, এটি আন্দোরা, লাক্সেমবার্গ এবং পানামায় ব্যাংকিং পরিষেবা সরবরাহ করে।

MoraBanc: দুটি আন্দোরান ব্যাংকের যৌথ ব্যবসায়ের নাম, ব্যাঙ্ক ইন্টারনাসিয়োনাল ডি'অ্যান্ডোরা এবং এর সহায়ক সংস্থা বাঁকা মোরা।

বিজনেস ম্যাগাজিনঃ এন্ডোরার এবং এই দেশে ব্যবসায়, জীবনযাপন এবং ভ্রমণের সাথে জড়িত সব কিছু প্রচার করেঃ All-Andorra.com

শীতকালীন খেলাধুলা, গ্রীষ্মের আবহাওয়া এবং শুল্কমুক্ত কেনাকাটা দ্বারা প্রতিবছর এন্ডোরা প্রায় 10 মিলিয়ন লোককে আকৃষ্ট করা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

সেরার দেলস করালস পর্বতমালা অ্যান্ডোরার
সেরার দেলস করালস পর্বতমালা অ্যান্ডোরার

Visit Andorra:আন্ডোরার অফিশিয়াল ট্যুরিস্ট ইনফরমেশন ওয়েবসাইট।


শিক্ষা:

Universitat d'Andorra:আন্ডোরা বিশ্ববিদ্যালয় ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার একটি পাবলিক প্রতিষ্ঠান এবং আন্ডোরার প্রথম বিশ্ববিদ্যালয়।

ইতিহাসঃ

1278 থেকে 1993 পর্যন্ত 778 বছর ধরে ফরাসী এবং স্প্যানিশ নেতাদের দ্বারা শাসিত এক অনন্য দ্বৈতশাসনের অধীনে অ্যান্ডোরানরা জীবনযাপন করেছিলেন (1607 সাল থেকে ফরাসী প্রধানের রাষ্ট্রপতি এবং আর্জেন্টের বিশপ)। 1993 সালে এই সামন্ততন্ত্রটি আধুনিক সংবিধান প্রবর্তনের মাধ্যমে সংশোধিত হয়েছিল; সহ-রাজকুমার রাষ্ট্রীয় প্রধান হিসাবে রয়ে গেলেন, তবে সরকার সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। অ্যান্ডোরানদের ইতিহাস আরো জানতে -Visit Andorra

অ্যান্ডোরা জাতীয় পতাকাঃ
অ্যান্ডোরা জাতীয় পতাকা


সান প্রোব শুক্রের অবিশ্বাস্য ছবি সহ নাসাকে অবাক করে দিয়েছে

সান প্রোব শুক্রের অবিশ্বাস্য ছবি সহ নাসাকে অবাক করে দিয়েছে

পার্কার সোলার প্রোব সম্ভবত একটি অপ্রত্যাশিত আবিষ্কার করেছে

পার্কার সোলার প্রোব নাসার একটি মহাকাশযান,যা ২০১৮সালে চার মিলিয়ন মাইল দূর থেকে সূর্যের বাইরের দিক পর্যবেক্ষনের জন্য উৎক্ষেপণ করা হয়।যা সূর্যের কাছে নাসার সবচেয়ে নিকটবতী চোখ। সূর্যের এতো নিকটে সোলার প্রোবকে নিতে শুক্র গ্রহের মাধ্যাকর্ষণকে কাজে লাগানো হয়েছে।সম্প্রতি এটি মাধ্যাকর্ষণের কারনে শুক্রের নিকট দিয়ে যাওয়ার সময় শুক্রের রহস্যময় রাতে, শুক্রের পৃষ্ঠের একটি আশ্চর্যজনকভাবে স্পষ্ট দৃশ্য প্রকাশ করে

সান প্রোব শুক্রের অবিশ্বাস্য ছবি সহ নাসাকে অবাক করে দিয়েছে


নাসার পার্কার সোলার প্রোব শুক্রকে ৩য় বার প্রদক্ষিণ করার সময় তার
WISPR ক্যামেরা দ্বারা ছবিটি তোলে,যা রীতিমতো বিজ্ঞানিদের অবাক করে দিয়েছবিজ্ঞানীরা ধারনা করছেন,Parker Solar Probe’s Wide-field Imager (WISPR)ক্যামেরাটি শুক্রের পুরু, কার্বন ডাই অক্সাইড মেঘ সমৃদ্ধ পৃষ্ঠতল দর্শন বাধা অংশের ছবিটি তোলে। ক্যামেরাটি মেঘের মধ্য দিয়ে দেখতে সক্ষম হয়েছিল এবং অ্যাফ্রোডাইট টেরার(শুক্রের নিরক্ষীয় অঞ্চলের নিকটে একটি উন্নত অঞ্চল,বিজ্ঞানীরা বলে থাকেন এর চারপাশের চেয়ে এটি প্রায় 85 ডিগ্রি ফারেনহাইট ঠান্ডা)অন্ধকার বর্ণযুক্ত আকারটি প্রকাশ করতে সক্ষম হয়েছিল নাসার এক বিবৃতিতে ওয়াশিংটন  ডিসির ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরির একজন জ্যোতির্বিজ্ঞানী এবং ডাব্লুআইএসপিআর বিজ্ঞানী ব্রায়ান উড বলেন- “ডাব্লুআইএসপিআর(WISPR) কার্যকরভাবে শুক্র পৃষ্ঠের তাপ নির্গমনকে ক্যাপচার করেছিল” উড উল্লেখ করেছেন যে ছবিটি জাপানের ভেনাস প্রোব দ্বারা গ্রহণ করা ছবির অনুরূপ ছিল যার দ্বারা বর্তমানে শুক্র বিশ্লেষণ করে দেখা গেছে এটি তার কাছাকাছি-ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের আলোকে ধারণ করতে পারে।

এই উদ্ঘাটন দুটির যেকোন একটিকে সত্য করবে।

হয় ডাব্লুআইএসপিআর(WISPR) ইনফ্রারেড আলো সংবেদনের জন্য একটি অপ্রত্যাশিত সামর্থ্য দেখিয়েছিল, যা সত্য হলে, বিজ্ঞানীদের জন্য সূর্যের চারদিকে প্রদক্ষিণের অধ্যয়ন করার জন্য নতুন সম্ভাব্যতা উন্মেষণ করতে পারেএই অবাক করা পর্যবেক্ষণটি ইনফ্রারেড আলোর ক্ষেত্রে যন্ত্রের সংবেদনশীলতা পরিমাপ করতে ডাব্লুআইএসপিআর টিম গবেষণা শুরু করেছে.

সান প্রোব শুক্রের অবিশ্বাস্য ছবি সহ নাসাকে অবাক করে দিয়েছে


তবে যদি এটি না হয়, তবে এফ্রোডাইট টেরার উপস্থিতির অর্থ ডাব্লুআইএসপিআর ঘন ভেনুসিয়ান মেঘের মধ্যে একটি "unknown opening"এর সন্ধান পেয়েছে, যা গ্রহের পৃষ্ঠের একটি অংশ "উইন্ডো" প্রকাশ করে।প্রকৃত সত্য জানতে মিশন এপ্রিলের শেষের দিকে টিম আরো ছবি বিশ্লেষণ এবং প্রকাশ করার পরিকল্পনা করেছে।

ডাব্লুআইএসপিআরের চিত্র শুক্রের অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। ডাব্লুআইএসপিআর গ্রহের উচ্চ বায়ুমণ্ডলে একটি জ্বলজ্বল রিম সনাক্ত করেছে যা নিয়ে বিজ্ঞানীরা সন্দেহ করেছেন যে "nightglow" হতে পারে।

অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুগুলির সংঘর্ষের কারণেই সূর্যের সংস্পর্শে আসা অনুজ্বল লুমিনেসেন্স হতে পারে

নাসার পোস্টে বলা হয়েছে যে বিজ্ঞানীরা এখনও চিত্রের ফ্রেম জুড়ে আলোর বিস্তৃত ছদ্মবেশের সঠিক কারণ অধ্যয়ন করছেন। তাদেরকে মহাজাগতিক রশ্মি, মহাশূন্যের ক্ষুদ্র ক্ষুদ্রাকণা সূর্যের আলো প্রতিফলিত করে এমন কণা বা "ধূলিকণার প্রভাবের পরে মহাকাশযানের কাঠামো থেকে বহিষ্কৃত উপাদানের কণা" বলে অভিযুক্ত করা যেতে পারে।

স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো ||Poko M2 Pro with Snapdragon 720G processor

স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের পোকো এম২ প্রো ||Poko M2 Pro with Snapdragon 720G processor

বাংলাদেশের বাজারে ‘পোকো এম২ প্রো’ মডেলের নতুন ফোন আসছে।

ফিচার ও পারফরম্যান্সের সমন্বয় করে এবং কর্মদক্ষতা বাড়াতে ফোনটিতে দেয়া হয়েছে শক্তিশালী কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। বক্সে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জারসহ আসছে ফোনটি।

 পোকো এম২ প্রো ফোনটিতে দেয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০০*১০৮০ পিক্সেল। সুরক্ষার জন্য আছে ট্রিপল কর্নিং গরিলা গ্লাস ৫ প্রযুক্তি। আছে পি২আই ন্যানো কর্টিং প্রযুক্তি যা ডিভাইসকে যেকোনো ধরনের আঁচড় ও স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেবে।

 কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে ডিভাইসটি। এর প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের, আছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ব্যবহারকারীরা ১১৯ ডিগ্রি অ্যাঙ্গেলে ফিল্ড ভিউ, ডিটেইল ক্লোজআপ নেয়া যাবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রোতে। রয়েছে অটোফোকাস এবং ভিডিও শ্যুট করা যাবে ১০৮০ পিক্সেলে।

 এ ছাড়া দুর্দান্ত সেলফি নিতে থাকছে ১৬ মেগাপিক্সেলের ইন-স্ক্রিন সেলফি ক্যামেরা। কমিউনিটির চাহিদার ভিত্তিতে এতে দেয়া হয়েছে প্রথমবারের মতো নাইট মোড।

 মাল্টি-টাস্কিং ও উচ্চ পারফরশ্যান্স নিশ্চিত করতে পোকো এম২ প্রো ফোনটিতে রয়েছে ৮ ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। প্রসেসরে রয়েছে অক্টা-কোরের ক্র্যায়ো ৪৬৫ কোর এবং কোয়ালকমের অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ। অন্যদিকে গেইমিং পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে স্ন্যাপড্রাগনের এলিট গেইমিং ফিচার।

 অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ফোনটিতে থাকছে শাওমির কাস্টমাইজড এমআইইউআই ১২। ফলে পাওয়া যাবে নতুন অনেক ফিচার।

 ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৬৪ জিবির ইউএফএস২.১ স্টোরেজের সঙ্গে রয়েছে একটি

 ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট।

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের জন্য পোকো এম২ প্রো স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী ৫০০০এমএএইচের ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার, যা ৫০ শতাংশ চার্জ করে মাত্র ৩০ মিনিটে।

 পোকো এম২ প্রো গ্রিন অ্যান্ড গ্রিনার কালার ভ্যারিয়েন্ট এ আসছে। ফোনটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা। অথরাইজড স্টোরে শীঘ্রই ফোনটি পাওয়া যাবে।

“মি এয়ার চার্জ টেকনোলজি” সুপার চার্জিং টেকনোলজি।।“Mi Air Charge Technology” Super Charging Technology.

“মি এয়ার চার্জ টেকনোলজি” সুপার চার্জিং টেকনোলজি।।“Mi Air Charge Technology” Super Charging Technology.

মি এয়ার চার্জ টেকনোলজি” নিয়ে এসেছে শাওমি। এটি মূলত একটি ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি, যা কয়েক মিটার দুরত্বের মধ্যে থাকা ডিভাইসকে চার্জ করতে পারে।



শাওমি এর ভাষ্যমতে, কয়েক মিটার দুরত্বের মধ্যে থাকা সকল ডিভাইস একই সময়ে ৫ ওয়াট স্পিডে চার্জ করা যাবে। শাওমি আরো জানায় যে, রেডিয়াসের মধ্যে থাকা বাধা বিপত্তি চার্জিং এর গতিতে কোনো প্রাভব ফেলবেনা।

 শাওমির এই স্মার্ট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মোবাইলসহ স্মার্টওয়াচ, ফিটনেস ব্রেসলেট ইত্যাদিও চার্জ করা যাবে। এই প্রযুক্তি নিয়ে শাওমির মূল লক্ষ্য হচ্ছে লিভিং রুমকে সম্পুর্ণভাবে তারবিহীন করা। অর্থাৎ স্পিকার, ল্যাম্প, স্মার্ট হোম ডিভাইসগুলো মি এয়ার চার্জ টেকনোলজি দ্বারা চার্জ করা গেলে তারবিহীন একটি লিভিং রুম এর কল্পনা সত্যি হতে যাচ্ছে। তবে এই বছর এয়ার চার্জিং টেকনোলজি দ্বারা চালিত কোনো কমার্সিয়াল প্রোডাক্ট আনবেনা শাওমি।

মি এয়ার চার্জ টেকনোলজি যেভাবে কাজ করে

 শাওমির এই রিমোট চার্জিং এর কোর টেকনোলজি স্পেস পজিশনিং ও এনার্জি ট্রান্সমিশন এর উপর ভিত্তি করে কাজ করে। শাওমির তৈরীকৃত আইসোলেটেড চার্জিং পাইল এ থাকা বিল্ট-ইন ৫ স্তর ফেস ইন্টারফেস এন্টেনা, স্মার্টফোন এর অবস্থান নিখুঁতভাবে ডিটেক্ট করতে পারে।

১৪৪ অ্যান্টেনার সমন্বয়ে গঠিত একটি ফেস কন্ট্রোল অ্যারে বিমফর্মিংয়ের মাধ্যমে ফোনে সরাসরি ওয়াইড মিলিমিটার ওয়েভ প্রেরণ করে। এছাড়াও স্মার্টফোন এর জন্য একটি মিনিয়েচারাইজড অ্যান্টেনা অ্যারে তৈরী করেছে শাওমি, যাতে বিল্ট-ইন “বেকন এন্টেনা” ও “রিসিভিং এন্টেনা অ্যারে” রয়েছে।

Video Player
00:01
00:02

বেকন অ্যান্টেনা কম বিদ্যুৎ ব্যবহার করে ডিভাইসের অবস্থানের তথ্য ব্রডকাস্ট করে। ১৪ অ্যান্টেনার সমন্বয়ে তৈরী রিসিভিং এন্টেনা অ্যারে, চার্জিং পাইল থেকে উৎপন্ন মিলিমিটার ওয়েভ সিগনালকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তর করে। শাওমির এই ফিউচারিস্টিক চার্জিং প্রযুক্তি সাইন্স ফিকশনে দেখানো সুপার চার্জিং এর ভবিষ্যতকে বাস্তব করবে।

 তবে ভালোভাবে পরীক্ষা ছাড়া এই প্রযুক্তি বাজারজাত এর সম্ভাবনা কতটুকু কার্যকরী হবে, তা বলা বাহুল্য। এনারগাসের মতো কোম্পানিগুলি বেশ কয়েক বছর ধরে সিইএস এবং বিভিন্ন প্রোগ্রামে “ট্রুলি ওয়্যারলেস চার্জিং” সম্পর্কে ঘোষণা দিয়ে চলেছে, তবে প্রযুক্তিটি এখনও গুরুতর ধারণা অর্জন করতে পারেনি। শাওমি অতীতে চার্জিং ইঞ্জিনিয়ারিংয়ে অভূতপূর্ব সাফল্যের নজির দেখিয়েছে। যদি প্রদর্শিতভাবে রিয়েল ওয়ার্ল্ডেও শাওমি এই প্রযুক্তির বাস্তবায়ন ঘটাতে পারে, তবে একটি বিশাল হার্ডওয়্যার ইকোসিস্টেমের মালিকানার সম্ভাবনা রয়েছে শাওমির জন্য।


Root declares fans were ‘robbed’ as cricket legends trash ‘s***’ pitch

Root declares fans were ‘robbed’ as cricket legends trash ‘s***’ pitch

 

Joe Root claimed spectators were “robbed” as the third Test between India and England finished inside two days on a lively Ahmedabad pitch. India romped home by 10 wickets as the day-night Test lasted just 140.2 overs as 17 wickets fell on day two. It accounts for the shortest completed match by way of balls bowled since 1935.   Naturally, focus immediately turned to the state of the pitch with former England captain Michael Vaughan labeling it a “complete lottery”.   Former Indian star Yuvraj Singh questioned whether it was “good for Test cricket”   “Finished in 2 days Not sure if that’s good for test cricket,” he tweeted.   “If @anilkumble1074 and @harbhajan_singh bowled on this kind of wickets they would be sitting on a thousand and 800.”   Shite https://t.co/hZTQN1OdK2   — Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2021 Entertaining .. YES .. but this is a awful pitch for Test cricket .. !!!! Complete lottery on day 2 !! #INDvENG   — Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2021 If we are going to see these pitches ... I have an answer to how it could work ... Give the Teams 3 innings !!! 😜😜 #INDvENG   — Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2021 Well said Glenn 👍 https://t.co/iTEVYFQYJI   — Michael Vaughan (@MichaelVaughan) February 25, 2021 finished in 2 days Not sure if that’s good for test cricket !If @anilkumble1074 and @harbhajan_singh bowled on these kind of wickets they would be sitting on a thousand and 800?🤔However congratulations to 🇮🇳 @akshar2026 what a spell! congratulations @ashwinravi99@ImIshant 💯   — Yuvraj Singh (@YUVSTRONG12) February 25, 2021 
Former teammate Kevin Pietersen, however, labeled England’s batting “dreadful”.   That line of argument gained support from India’s Virat Kohli who defended the wicket.   “I don’t think the quality of batting was up to standards,” Kohli said.   “It was just the oddball turning and it was a good wicket to bat in the first innings.” India opener Rohit Sharma agreed.   “The pitch had nothing as such. No demons,” he said. “It was a nice pitch to bat on. Once you’re in you can score, as you saw (in the second innings).”   Amid criticism from commentators about the surface, Root said that the surface was “very challenging, very difficult” and that it was up to the International Cricket Council, not the players, to decide whether it was “fit for purpose”.   “I am sure that off the back of this things will get looked at (by the ICC)... It has certainly been a challenging surface, a challenging two surfaces the last two games,” he said.   “It’s a real shame, it’s a fantastic stadium, there are 60,000 people come to watch a brilliant iconic Test match and I feel for them. They have come to watch Virat Kohli face Jimmy Anderson and Stuart Broad or Jack Leach, and watch Ashwin against our top batters like Ben Stokes. I almost feel like they have been robbed, (that) instead they have had to watch me get wickets, which shouldn’t be the case.
But he added: “Let’s not hide away from the fact that we have been outplayed here. On this surface, we have still been outplayed and we have to accept that.”   ESPNCricinfo confirmed that if the pitch is rated poor by the ICC, it will see the ground given three demerit points but India will not be docked points on the World Test Championship table.   Right, here goes...!   The batting from both teams was awful! The wicket wasn’t horrendous! It’s just that the batting was dreadful!   21/30 wickets were from straight balls! Nothing dangerous!   That’s all! See you in India next week and I’m bringing my kit...my golf kit! 🕺🏽   — Kevin Pietersen🦏 (@KP24) February 25, 2021 Let’s be clear, this is not a great pitch. But England could have done a lot more to play the conditions. They should’ve played an extra spinner & it’s bizarre they’ve effectively toured India with just 1 spinner they’re confident of playing in the XI. 1/2 #INDvENG   — Raunak Kapoor (@RaunakRK) February 25, 2021 

Realme Narzo 30 Pro review: 5G capability gets more affordable in India

Realme Narzo 30 Pro review: 5G capability gets more affordable in India

Realme Narzo 30 Pro 5G review: The latest Realme Narzo is an all-rounder 5G device and is a good buy for those budget-conscious users who won't be able to spend more money on Mi 10i or Realme X7 Pro.


Realme’s latest phone, the Narzo 30 Pro is one of the most affordable 5G offerings that one can buy in the Indian market at the moment. While actual 5G connectivity might still be some time away in India, brands like Realme continue to launch products that are ready for the next generation of mobile connectivity. And with the Realme Narzo 30 Pro, the company is not only offering support for 5G, but also an all-rounder phone at a reasonable price.

 Priced at Rs 16,999 in India, Realme Narzo 30 Pro runs the MediaTek Helio 800U 5G processor, which is also powering the more expensive Realme X7 from the brand. But, how does the Realme Narzo 30 Pro perform in real-life? Here’s our review.

Realme Narzo 30 Pro review: What is good, what’s not so good?


The new Realme Narzo series phone has a matte plastic finish design at the back, which you might mistake for metal at first glance. I got the Silver Sword color variant, which is a very subdued color and a bit boring. Realme does bundle a case in the box, which you can use to hide the back panel design. There is a Black Sword color option too, which looks more attractive and is not flashy. The overall design of the phone is quite similar to the Realme Naro 20 Pro. But this time you get triple rear cameras and a different gradient paint job. The side-mounted fingerprint scanner continues, which is a better placement for unlocking the phone. The volume button is located on the other side of the device and is easily reachable.

 This is the first Realme budget phone which has a display with a higher refresh rate of 120Hz. The device automatically selects the refresh rate based on your usage. You do get the option to set it manually. It features a standard 6.5-inch display, which is currently one of the best screen sizes for those who prefer a phone with a big enough display. It is also comfortable for one-hand usage. The FHD+ display renders punchy colors and has good enough sunlight legibility.


The general performance of the Realme Narzo 30 Pro was satisfying and there was no noticeable lag or stutter while navigating the user interface (UI) or browsing content online. The multitasking experience was also good. I got the 8GB RAM + 128GB storage model for review.

 The gaming on the Realme Narzo 30 Pro 5G was smooth enough when playing heavy titles like Asphalt 9: Legends and Genshin Impact. Though, there was occasional stutter and lag even at the lowest settings in Genshin Impact. The latter is playable and the graphics settings were set to Low by default, so don’t expect great visual quality. Asphalt 9 ran at Medium settings and the experience was surprisingly pleasing.

 Realme has added a single speaker on the bottom, which can offer good enough sound quality. Though you will have to use earphones for bass-heavy tracks and a great stereo sound experience.


The budget phone ships with Android 10, just like the Realme X7 series. While Google is expected to release the first beta version of Android 12 in May, Realme is selling phones with Android 10 OS, which is disappointing. While the company hasn’t revealed the exact release date of the Android 11 update, it has at least confirmed that the latest Android OS update for the Realme Narzo 30 series will be released soon.

 I was happy to see that one can uninstall most of the unnecessary apps offered by Realme. These include the Realme Community app, Realme Studio, Realme Paya, Game Space, Sloop app, HeyFun app, and ORoaming app, among others. There are three browser apps on the phone, which you can’t remove.

 People who have a lot of photos or videos on the phone will likely be annoyed as you don’t get a bloatware-free phone. I didn’t witness any ads on this phone. But, in case you see any ads, you can change that in the settings.


The Realme Narzo 30 Pro 5G offers a typical 5,000mAh battery, which delivered more than a day’s battery life with light usage. This includes social networking and messaging. If you also do heavy gaming for hours, the device will die soon. Realme bundles a 30W charger in the box, instead of a 65W charger that you get with Realme Narzo 20 Pro. The company said that it had to offer a 30W charger to bring down the price of the phone. The provided charger took around 50-55 minutes to top up the battery from zero to 100 percent.

Realme Narzo 30 Pro review: Camera performance

 The camera performance of the Realme Narzo 30 Pro is good enough for the price. It features a 48MP primary camera with an f/1.8 aperture, an 8MP ultra-wide-angle camera with an f/2.3 aperture, and a 2MP macro f/2.4 camera. This time around, Realme hasn’t offered a quad rear camera, which has been one of the key selling points of its phones. Here, you get a triple rear camera setup and a single 16MP selfie camera. You can check out the camera samples in the below album.

The shots taken with the primary camera were detailed, colorful, and sharp enough in daylight. Though, some of the 48MP mode photos were too sharp and overexposed. In some scenarios, I had to click a few photos of one scene to get a proper photo with a good enough dynamic range. The wide-angle shots are average with washed-out colors. The camera delivered the image with minimal details and sharpness.

 The 2MP macro camera is just for show and one shouldn’t expect good results from this. Though, the close-up shots with the primary camera (regular photo mode) were quite impressive with plenty of details and accurate colors. The exposure and sharpness were on point. When you zoom in, you can see each strand and design of the cloth very clearly.

 You will mostly be satisfied with portrait shots. When you are clicking a portrait shot, it might seem like the device is adding the bokeh effect in the wrong place, but it delivers a surprisingly well-produced shot with proper edge detection and bokeh effect once the image is processed.

 The human shots had a decent bokeh effect and I got a nice blurry background with objects as well. The color reproduction was also on point. One can adjust the blur intensity before taking a shot.

 When the sun goes down, you will get decent street shop images, given there is enough light. Additionally, I got slightly brighter results with night mode, but the noise was still present, which is somewhat expected from budget phones.

 By default, Realme Narzo 30 Pro clicks images in beauty mode and it is better to keep it off if you don’t want an artificial photo with a white skin tone and cherry red lips. The same was also the case with portrait selfies. You will get good enough shots with effective background blurring in the daytime when the beautification mode is disabled.


Realme Narzo 30 Pro 5G: Should you buy?

 There are plenty of options available in the Rs 20,000 smartphone segment; however, those are 4G devices and you don’t get 5G support. The Realme Narzo 30 Pro is an all-rounder 5G phone and is a good buy for those budget-conscious users who won’t be able to spend more money on Mi 10i or Realme X7 Pro.

 The Realme Narzo 30 Pro 5G is priced at Rs 16,999 in India. The price might seem a little high in terms of specifications, but you will have to bear the extra cost as the mid-range phone packs a new 5G chipset. As far as real-world usage is concerned, the Realme Narzo 30 Pro is capable of delivering good overall performance and battery life.

 If you don’t care about 5G yet, then you can consider buying Realme Narzo 20 Pro or Redmi Note 9 Pro Max, though the Note 10 is also coming soon. There is also Poco X3, which is a mid-range device with great specs. These 4G phones are currently available on Flipkart for less than Rs 15,000 and are some of the best 2020 devices.

Arsenal, Milan through in Europa League; Napoli, Germans out

Arsenal, Milan through in Europa League; Napoli, Germans out

 

Arsenal had to come from behind to advance 4-3 on aggregate, while Napoli is out despite beating Granada 2-1 in the second leg. The modest Spanish club surprisingly advanced 3-2 on aggregate. Pierre-Emerick Aubameyang scored late to steer Arsenal into the last 16 of the Europa League with a 3-2 win over Benfica on Thursday, while Napoli and both German teams were knocked out. Arsenal had to come from behind to advance 4-3 on aggregate, while Napoli is out despite beating Granada 2-1 in the second leg. The modest Spanish club surprisingly advanced 3-2 on aggregate. “The dream continues!” Granada midfielder Luis Milla said on Twitter. Bayer Leverkusen and Hoffenheim went out with 2-0 losses at home to Swiss side Young Boys and Norwegian minnow Molde, respectively. “A huge disappointment,” Leverkusen coach Peter Bosz said after losing 6-3 on aggregate. Manchester United drew 0-0 with Real Sociedad for a 4-0 aggregate win and Milan progressed on away goals, 3-3 on aggregate, after drawing 1-1 at home with Red Star Belgrade. Goals from Lukas Provod and Abdallah Sima in the second half gave Slavia Prague a 2-0 win at Leicester to progress after their goalless first leg. Roma had a little difficulty getting past Sporting Braga with a 3-1 win at home for 5-1 over two legs. AUBAMEYANG’S LATE DECIDER Aubameyang scored twice for Arsenal, including the decisive 87th-minute winner just as the Gunners were poised to go out on the away goals rule despite playing both games abroad due to coronavirus-related travel restrictions. The teams played the second leg in Athens while the first leg ended 1-1 in Rome after Benfica’s home game was relocated from Portugal. Aubameyang opened the scoring in the 21st, finishing clinically after Bukayo Saka played him through. Diogo Gonçalves equalized with a perfectly placed free-kick inside the top left corner in the 43rd. A mistake from Dani Ceballos gifted Benfica its second goal after an Arsenal corner in the 61st. Benfica goalkeeper Helton Leite produced a long kick out that Ceballos tried heading back to his own goalkeeper, but only inadvertently laid it off for Rafa Silva, who rounded Bernd Leno before finishing into the empty net.
It was just the Portuguese team’s second effort on target on the night. But left-back Kieran Tierney replied with a strike inside the far post in the 67th after showing good composure to elude a Benfica defender, and Aubameyang completed the turnaround with a close-range header to the 19-year-old Saka’s cross. “We never seem to do it the easy way,” Tierney said. UNITED YOUNGSTER MAKES BOW Shola Shoretire came on as a substitute to become Manchester United’s youngest player in European competition. Aged 17 years, 23 days, Shoretire replaced previous record holder Norman Whiteside. Sociedad captain Mikel Oyarzabal missed a good chance to start an unlikely comeback when he sent a penalty high and wide in the 13th minute, and United did enough thereafter to keep the visitors from getting into the game. United defender Axel Tuanzebe thought he scored his first senior goal midway through the second half, but it was disallowed as teammate Victor Lindelöf had crashed with his knee into Jon Bautista’s head while jumping for the ball. The Swedish defender was booked after a VAR review. TRIBUTE FOR TA BI Milan forward Franck Kessié paid tribute to Atalanta youth player Willy Ta Bi after scoring his penalty early against Red Star Belgrade. The 21-year-old Ta Bi died of cancer on Tuesday. Kessié held up a shirt with the text “To God, champion.” Mirko Ivanic played a brilliant pass for forwarding Ben to equalize in the 24th, two minutes after he hit the crossbar with a free-kick. Belgrade defender Marko Gobeljic, who had conceded the penalty early on, was sent off with his second yellow card in the 70th as his team was chasing the goal it needed to get through. EINDHOVEN OUT, AJAX THROUGH Egyptian forward Kouka scored late for Olympiakos to knock PSV Eindhoven out despite a 2-1 defeat. The Greek team won 5-4 on aggregate. Ajax progressed with a 2-1 win over Lille (4-2 on aggregate), Rangers cruised through with a 5-2 win over Belgian team Antwerp (9-5), Shakhtar Donetsk beat Maccabi Tel Aviv 1-0 (3-0), Villarreal defeated Salzburg 2-1 (4-1), Dinamo Zagreb beat Krasnodar 1-0 (4-2), and Dynamo Kyiv won 1-0 at Club Brugge to progress 2-1 on aggregate.


খাবার রফতানির আড়ালে মিয়ানমারকে কী দিচ্ছে চীন

খাবার রফতানির আড়ালে মিয়ানমারকে কী দিচ্ছে চীন


সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারকে নিয়ে এশিয়াজুড়ে নানা আলোচনা হচ্ছে। বিশেষ করে মিয়ানমারের বন্ধুপ্রতীম চীন কী ভূমিকা নিচ্ছে তার প্রতি অনেকের কৌতুহল ছিল।  এবার এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য মান্দারিন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতি রাতে গড়ে অনিবন্ধিত পাঁচটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে চীনের কুনমিংয়ের মধ্যে চলছে। গভীর রাতে চলছে এসব গোপন ফ্লাইট। এসব ফ্লাইটের বিষয় গোপন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে জান্তা সরকার। চীন সরকার ও মিয়ানমার এয়ারওয়েজের দাবি-এসব ফ্লাইটে সামুদ্রিক খাবার রপ্তানি করা হচ্ছে। তবে চরম মাত্রার গোপনীয়তা রক্ষার কারণে ধারণা করা হচ্ছে বিক্ষোভ দমন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে মিয়ানমার সেনা-পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এসব ফ্লাইটে চীনা বিশেষজ্ঞ ও অস্ত্র পরিবহণ করা হচ্ছে। অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা নেওয়ার পর সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে। এখনো ইয়াঙ্গুন বিমানবন্দরে হাতেগোনা কিছু ফ্লাইট দেখা যায়। তার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট নেই বললেই চলে। এ অবস্থায় এক সপ্তাহ ধরে তিনটি প্লেন গড়ে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করছে কুনমিংয়ে। এর মধ্যে দুটি প্লেন মিয়ানমার এয়ারওয়েজের রঙের। অন্যটির রং স্পষ্ট নয়। ভালো সার্ভিস দেওয়ার জন্য এগুলো প্রাইভেট ফার্ম থেকে লিজ নেওয়া হয়েছে।  গোপনে পরিচালনা করার কারণে কে বা কারা এসব ফ্লাইট পরিচালনার পেছনে আছে তা নিয়ে সন্দেহ-সংশয় বাড়ছে। আন্তর্জাতিক এভিয়েশন আইন লঙ্ঘন করে ফ্লাইটগুলোর ট্রান্সপন্ডার বা আন্তর্জাতিক সিগন্যাল পদ্ধতি বন্ধ রাখা হচ্ছে। দ্য মান্দারিন বিষয়টি জানতে পেরেছে পরীক্ষা করে। সেখানে দেখা গেছে, কিছু ফ্লাইটের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হচ্ছে। আবার পরে কিছু ফ্লাইটেরটা উš§ুক্ত করা হচ্ছে। এমনকি কুনমিং বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ফ্লাইটগুলোর অবতরণের অনলাইন নিবন্ধনও রাখছে না। ডাটাবেস, ফ্লাইট নম্বর, কল নিদর্শন, এমনকি গন্তব্য- কোনোকিছুই প্রকাশ করা হচ্ছে না। সিডিএম বা সেনা প্রশাসনের সঙ্গে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া মিয়ানমার এয়ারওয়েজের কর্মীদের পোস্ট করা ফটো থেকে বিমানের রং সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। স্যাটেলাইট ইঞ্জিন থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে দ্য মান্দারিন ওই ফ্লাইটগুলোর বিষয়ে নিশ্চিত হয়েছে (নিখোঁজ মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০ এর তদন্তে ব্যবহৃত পদ্ধতি মতো)। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিলে গোপনে এসব ফ্লাইট পরিচালনার দুটি সম্ভাব্য কারণ বেরিয়ে আসে। এক. এসব ফ্লাইটে করে চীনা সেনা ও সাইবার বিশেষজ্ঞ আনা হতে পারে। ইন্টারনেট ও তথ্যে প্রবেশ এবং সেগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাতমাদো নামে পরিচিত সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এদের আনা হচ্ছে। দুই. তাতমাদোর অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার জন্য এসব ফ্লাইটে চীন থেকে গোপনে অস্ত্র আনা হচ্ছে।   মিয়ানমার নিয়ে চীন-রাশিয়ার ভূমিকা কী? চীন বিশ্বের ৫ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। এটি মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের অন্যতম জোগানদাতা। এ ছাড়া চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ। চীন ছাড়া রাশিয়া থেকেও অস্ত্র সংগ্রহ করে মিয়ানমার সেনাবাহিনী। প্রশ্নের মুখে পড়া প্লেন তিনটি ভিয়েতনামে সাবেক রুশঘাঁটি ক্যাম রানহ বিমানঘাঁটিতেও প্রবেশ করেছে। ওই ঘাঁটিতে এখনো রাশিয়ার সহজ প্রবেশাধিকার আছে। অভ্যুত্থান ঘটানোর কয়েক সপ্তাহ আগে জান্তাপ্রধান মিন অং হ্লাইং রুশ প্রতিরক্ষমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।


‘ জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকাই যথেষ্ট’

‘ জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকাই যথেষ্ট’

করোনার নতুন ধরনসহ কোভিড-১৯ রোগ প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা সর্বোচ্চ কার্যকর ও নিরাপদ। বুধবার মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এমন তথ্য দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি ও এপির খবরে বলা হয়, আর কয়েক দিনের মধ্যেই আমেরিকায় সম্ভবত জনসনের তৈরি ভ্যাকসিন চালু হয়ে যাবে। মার্কিন রেগুলেটরদের মতে, এই ভ্যাকসিনের একটি ডোজই করোনা প্রতিরোধের জন্য যথেষ্ট। তাছাড়া এটি ফাইজার বা মডার্নার মতো ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার দরকার হয় না; সাধারণ ফ্রিজে রাখলেই হয়। ফলে খরচও কম হবে। জনসন অ্যান্ড জনসনের দাবি, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পরীক্ষায় দেখা গেছে, তাদের ভ্যাকসিন খুব খারাপ ধরনের স্ট্রেইনের মোকাবিলাও করতে পারে। নতুন স্ট্রেইনগুলোর ক্ষেত্রে ভ্যাকসিনের সাফল্যের হার ৮৫ শতাংশ। তবে সাধারণ করোনা ঠেকাবার ক্ষেত্রে সাফল্যের হার ৬৬ শতাংশ। গত ২৮ দিন ধরে চলা পরীক্ষায় এই ভ্যাকসিনের বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। এই অবস্থায় আজ শুক্রবার বিশেষজ্ঞরা বৈঠক করে ঠিক করবেন, আমেরিকায় জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন চালুর অনুমতি দেওয়া হবে কি না। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন পেয়ে গেলে আগামী সপ্তাহে জনসনের ৩০ লাখ ভ্যাকসিন দেওয়া হবে। মার্চের মধ্যে ২ কোটি ডোজ তৈরি হয়ে যাবে। আর আমেরিকার সঙ্গে আগাম চুক্তি অনুসারে জুনের মধ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করার লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগোচ্ছেন। এএফপি ও বিবিসি জানায়, ব্যাপক রোগীভিত্তিক পরীক্ষায় তীব্র কোভিড রোগের বিপরীতে জনসন অ্যান্ড জনসনের টিকার যুক্তরাষ্ট্রে ৮৫ দশমিক ৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১ দশমিক ৭ শতাংশ ও ব্রাজিলে ৮৭ শতাংশ ৬ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। এই টিকা সুসহনীয়, মারাত্মক অ্যালার্জির ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া আসেনি।